মেয়েদের হস্টেলের শৌচাগারের সামনের করিডরে পড়ে আছে স্যানিটারি ন্যাপকিন। কে এভাবে স্যানিটারি ন্যাপকিন ফেলল তা জানতে হস্টেলের ৪০ জন ছাত্রীকে প্রায় নগ্ন করে চালানো হল তল্লাশি। এটাই দেখতে যে কার ঋতুস্রাব হচ্ছে। এমনই অভিযোগ করলেন ছাত্রীরা। ন্যক্কারজনক আচরণের জন্য অভিযোগের তির যার দিকে উঠেছে তিনি নিজেও একজন মহিলা। ওই হস্টেলের মহিলা ওয়ার্ডেন। মধ্যপ্রদেশের এই ঘটনা দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। মধ্যপ্রদেশের সাগরের ডঃ এইচএস গৌড় সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দল বেঁধে যান হস্টেলের কয়েকজন ছাত্রী। তাঁরা অভিযোগ জানান, হস্টেলের শৌচাগারে ন্যাপকিন পড়ে থাকতে দেখে হস্টেলের ওয়ার্ডেন ছাত্রীদের দেহ তল্লাশি করেন। ওয়ার্ডেনের কাজে হস্টেলের মহিলা কেয়ারটেকার মদত দেন বলে দাবি ছাত্রীদের। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা আশ্বস্ত করেছেন, অভিযোগ প্রমাণিত হলে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তবে ছাত্রীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হস্টেলের ওয়ার্ডেন ও কেয়ারটেকার।
অক্ষয় কুমার অভিনীত ‘প্যাডম্যান’ মুক্তি পাওয়ার পর ভালোই ব্যবসা দিয়েছে। ছবিতে ঋতুস্রাব ও স্যানিটারি ন্যাপকিন সম্পর্কিত সামাজিক বার্তা ব্যাপক সাড়া ফেলেছে দেশের কোণায় কোণায়। এরমধ্যেই মধ্যপ্রদেশের ঘটনা স্যানিটারি ন্যাপকিন নিয়ে জনসচেতনতা প্রচারের পথে বড়সড় ধাক্কা দিল মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।