সাউন্ড স্টুডিওর ভিতর ঢুকে এক রেডিও জকিকে কুপিয়ে খুন করল দুষ্কৃতিরা। মৃতের নাম রসিকান রাজেশ। তিনি কেরালার একজন প্রাক্তন জনপ্রিয় রেডিও জকি। সম্প্রতি বিদেশ থেকে ফিরে তিনি কেরালার একটি মিমিক্রি দলে যোগদান করেছিলেন। ৩৬ বছরের রাজেশ লোকসংগীত শিল্পী এবং কৌতুক শিল্পী হিসেবেও কেরালায় বেশ জনপ্রিয়। জনপ্রিয় রেডিও স্টেশন রেড এফএমে তিনি বেশ কয়েক বছর দাপটের সঙ্গে কাজ করেছেন। পরে ভয়েস অফ কেরালার এফএম স্টেশনের হয়েও আরজে হিসেবে কাজ করেন তিনি।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে স্টেজ শো শেষ করে বন্ধুর সঙ্গে তিরুবনন্তপুরমে তাঁর নিজস্ব স্টুডিয়ো মেট্রোয় ফেরেন রাজেশ। সেখানে নিজেদের জিনিসপত্র গুছিয়ে রাখছিলেন রাজেশ ও তাঁর বন্ধু। রাত তখন ২টো বাজে। মৃত রেডিয়ো জকির বন্ধুর দাবি, কয়েকজন দুষ্কৃতি আচমকাই হুড়মুড়িয়ে ঢুকে পরে স্টুডিয়োর মধ্যে। ধারালো অস্ত্র দিয়ে তারা এলোপাথাড়ি কোপাতে থাকে রাজেশকে। তাঁদের আর্ত চিৎকার শুনে স্টুডিয়োর সামনে স্থানীয় লোকজন জড়ো হয়ে গেলে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। স্থানীয় বাসিন্দারাই এরপর খবর দেন পুলিশকে। পুলিশ এসে গুরুতর জখম ২ জনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে পরে রাজেশের মৃত্যু হয়। মৃতের গুরুতর জখম বন্ধুর চিকিৎসা চলছে। কে বা কারা কি উদ্দেশ্যে রাজেশের ওপর হামলা চালাল তা খতিয়ে দেখছে পুলিশ।