পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোই কাল হল তেলেঙ্গানার কুখ্যাত গ্যাংস্টার নইমুদ্দিনের। রবিবার গভীর রাতে নইমুদ্দিনের ছেলেরা পুলিশের ওপর গুলি চালায়। এরপরই নড়ে চড়ে বসে পুলিশ। সোমবার সকালে সাদনগরের মিলেনিয়াম কলোনিতে নইমুদ্দিনের বাড়ি ঘিরে ফেলে তেলেঙ্গানা অ্যান্টি নকশাল টিম ও নালগোণ্ডা স্পেশাল পুলিশ ফোর্স।
এদিকে পুলিশ বাড়ি ঘিরে ফেলতেই পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয়। পুলিশের তরফে জানান হয়েছে, বাড়ির ভিতর থেকে অত্যাধুনিক অস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ হয়েছে। এদিকে হামলার প্রত্যুত্তরে পুলিশও পাল্টা গুলি চালায়। শুরু হয় গুলি যুদ্ধ। যা সকাল পেরিয়ে দুপুর পর্যন্ত চলে।
পুলিশের দাবি, গুলির লড়াইয়ে গ্যাংস্টার নইমুদ্দিনের মৃত্যু হয়। মৃত্যু হয়েছে নইমুদ্দিনের এক সাগরেদের। নইমুদ্দিনের বাড়িতে এত অত্যাধুনিক অস্ত্র মজুত দেখে চোখ কপালে উঠেছে খোদ পুলিশেরই। এখন গ্যাংস্টার হিসাবে পরিচিতি পেলেও আগে নকশাল আন্দোলনে জড়িত ছিল নইমুদ্দিন।