অনলাইন কেনাকাটায় মজেছে জেন ওয়াই প্রজন্ম। ঘরে বসেই ঝটপট হাতের নাগালে চলে আসছে পছন্দের সামগ্রি। দিল্লির কমলদীপ নামের এক মহিলা তাই অনলাইনে অর্ডার দিয়েছিলেন একটি স্মার্টফোনের। গত ২১ মার্চ ওই মহিলা ক্রেতাকে ১১ হাজার টাকা দামের স্মার্টফোন ডেলিভারি করতে যান কেশব নামে এক যুবক। কেশবের দাবি, ডেলিভারির কাজে তিনি নতুন। তাই দিল্লির ওই মহিলা ক্রেতার ঠিকানা খুঁজে পেতে তাঁর দেরি হয়েছিল। এটাই ছিল ‘অপরাধ’। সেই লঘু অপরাধের ভয়ংকর মাশুল তাঁকে দিতে হয়। অভিযোগ, ফোন দেরিতে পাওয়ায় ডেলিভারি বয়ের ওপর যত রাগ গিয়ে পড়ে কমলদীপ নামে ওই মহিলার। যুবকের দাবি, দেরিতে ডেলিভারি দেওয়ায় তাঁকে কটু কথা শোনায় ওই মহিলা। এরপর আচমকাই ছুরি হাতে কমলদীপ তাঁর ওপর চড়াও হয় বলে দাবি যুবকের।
তাঁর আরও অভিযোগ, প্রায় ২০ বার ছুরি দিয়ে এলোপাথাড়িভাবে কোপানোর পর জুতোর ফিতে দিয়ে তাঁকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করা হয়। অভিযোগ, ভাইয়ের সাহায্যে কমলদীপ যুবকের রক্তাক্ত দেহ বাড়ির পাশের নর্দমায় ফেলে দেয়। পরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ফোন পেয়ে পুলিশ এসে প্রায় অচৈতন্য গুরুতর জখম কেশবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দিল্লির ওই আবাসনের সিসিটিভি ফুটেজ এবং আহত যুবকের অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্ত মহিলা ও তার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।