চলতি বছরের শুরু থেকেই সেনা-জঙ্গি সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু কাশ্মীরের অনন্তনাগ এলাকা। মার্চের প্রথম দিকেই জওয়ানদের হাতে নিকেশ হয়েছে ৩ সন্ত্রাসবাদী। তারপর থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে অনন্তনাগ। এত কড়াকড়ির মাঝেও বন্ধ থাকেনি সন্ত্রাসবাদী কার্যকলাপ। সঙ্গীদের মৃত্যুর বদলা নিতে ওত পেতে বসেছিল জঙ্গিরা। সেই অনন্তনাগেই। গত বৃহস্পতিবার একেবারে সেনা আধিকারিকের ঘরে ঢুকে প্রতিহিংসা চরিতার্থ করল তারা। অনন্তনাগের বিজবেহরা এলাকায় এসপিও-র ঘরে ঢুকে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দিল জঙ্গিরা। মৃত পুলিশ আধিকারিকের নাম মুস্তাক আহমেদ শেখ। জঙ্গিদের গুলিতে গুরুতর জখম তাঁর স্ত্রী ফারিদা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের অনুমান, গত বৃহস্পতিবার রাতে ওই পুলিশ আধিকারিক বাড়িতে স্ত্রীর সঙ্গে একাই ছিলেন। সেই খবর সম্ভবত জঙ্গিদের কাছে ছিল। ফাঁকা বাড়িতে তাই এসপিও-র ওপর হামলা চালাতে জঙ্গিদের খুব একটা বেগ পেতে হয়নি বলে ধারণা পুলিশের। জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী।