বাঁদরের বাঁদরামির মাশুল দিতে হল দুধের শিশুকে। কুয়োয় পড়ে মৃত্যু হল ১৬ দিনের এক সদ্যোজাতের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ওড়িশার কটক জেলার তালাবাস্তা গ্রামে। সূত্রের খবর, গত শনিবার রাতে ঘরে বাচ্চাকে পাশে নিয়ে ঘুমচ্ছিলেন তার মা। পুলিশের অনুমান, সেই সুযোগে ঘুমন্ত মহিলার পাশ থেকে শিশুটিকে তুলে নিয়ে যায় একটি বাঁদর। মাঝরাতে পাশে সন্তানকে দেখতে না পেয়ে কান্নাকাটি জুড়ে দেন শিশুটির মা। মহিলার চিৎকারে রাতেই শিশুর খোঁজ শুরু করে তার পরিবার পরিচিতরা। দুধের শিশুকে কে তুলে নিয়ে গিয়েছে তার কিছুটা আন্দাজও পান গ্রামবাসীরা।
বনকর্মীদের খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশকেও। নিখোঁজ শিশু ও তার অপহরণকারী বাঁদরের খোঁজে লাগাতার তল্লাশি চালানো হয়। কিছুক্ষণ বাদে গ্রামের একটি গভীর কুয়োর ভিতর জলের মধ্যে শিশুটির নিথর শরীর ভেসে থাকতে দেখেন কয়েকজন গ্রামবাসী।
পুলিশের প্রাথমিক ধারণা, সম্ভবত বাঁদরের হাত থেকে কুয়োয় পড়ে মৃত্যু হয় সদ্যোজাতের। তালাবাস্তা গ্রামে বাঁদরের উৎপাতে বহুদিন থেকে তিষ্ঠানো দায়। এই নিয়ে অভিযোগ জানানোর পরেও বন দফতরের উদাসীনতায় অকালে এক শিশুর প্রাণ গেল বলে অভিযোগ গ্রামবাসীদের। এই অভিযোগে রবিবার বেলার দিকে কটকের বনবিভাগের দফতরে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও বাকি গ্রামবাসীরা।