পরীক্ষায় প্রথম হতে হবে। অনেক সময়েই বাড়ি থেকে এমন চাপে পড়ুয়ারা মানসিক চাপে পড়ে যায়। আর তা না হলে গঞ্জনার আতঙ্কে বা বাবা-মায়ের বকুনিতে মানসিক অবসাদে ভুগতে থাকে। যার ফল হয় মারাত্মক। অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল না হওয়ায় অবসাদে আত্মহননের পথ বেছে নেয় কেউ কেউ। তেমনই এক ভয়ংকর ঘটনার সাক্ষী হল হরিয়ানার ঝিন্দ।
ঝিন্দের একটি গ্রামের গ্রামপ্রধানের বড় মেয়ে একাদশ শ্রেণির ছাত্রীর পরীক্ষার ফল বার হয়েছিল গত শনিবার। পুলিশ জানাচ্ছে, ক্লাসের ফাইনাল পরীক্ষার সেই রেজাল্টে সে দেখে প্রথম হওয়া তার হয়ে ওঠেনি। আর তার পর থেকেই অবসাদে ভুগছিল ৩ বোনের বড় বোন। সোমবার ওই ছাত্রীর বাবা বেদ পাল বাথরুমে গিয়ে দেখেন তাঁর বড় মেয়ে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। পাশে পড়ে বেদ পালেরই ব্যক্তিগত রিভলভার। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদ থেকেই বাবার রিভলভার নিয়ে আত্মহত্যা করেছে ওই ছাত্রী। তবে রহস্যমৃত্যুর সবদিক খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।