নর্মদা বাঁচাও প্রকল্পে মধ্যপ্রদেশ সরকার দুর্নীতিতে জড়িত। এই অভিযোগে ২ আধ্যাত্মিক গুরু কদিন আগে প্রতিবাদে মুখর হয়েছিলেন। কিন্তু মঙ্গলবারের পর সব চুপচাপ। কেননা তাঁরা এখন আর শুধুই আধ্যাত্মিক বাবা নন। এখন তাঁরা রাজ্যের প্রতিমন্ত্রী মর্যাদার ব্যক্তিত্বও। গত মঙ্গলবার মধ্যপ্রদেশ সরকার ৫ আধ্যাত্মিক গুরু কম্পিউটার বাবা, হরিহরানন্দ মহারাজ, ভাযু মহারাজ, পণ্ডিত যোগেন্দ্র মহন্ত ও নর্মদানন্দ মহারাজকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে। অন্যদিকে এভাবে ৫ আধ্যাত্মিক গুরুকে রাজ্যের প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ায় সোচ্চার বিরোধীরা।
কিন্তু কীভাবে তাঁদের রাজ্যের প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হল? গত ৩১ মার্চ নর্মদা নদী সংরক্ষণকে সামনে রেখে একটি কমিটি গঠন করে সরকার। সেই কমিটিতে এই ৫ আধ্যাত্মিক গুরুকে সদস্য করা হয়। এই সদস্যপদের ভিত্তিতেই তাঁদের প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে বলে পরিস্কার করেছে সরকার।
প্রসঙ্গত এর আগে কম্পিউটার বাবা ও পণ্ডিত যোগেন্দ্র মহন্ত রাজ্য জুড়ে ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত একটি রথযাত্রা করার কথা ঘোষণা করেন। সেই রথযাত্রায় মধ্যপ্রদেশের মানুষের সামনে নর্মদা নদী থেকে বেআইনি বালি তোলা রুখতে নদীর তীর ধরে চারাগাছ রোপণকে কেন্দ্র করে রাজ্য সরকারের দুর্নীতি প্রকাশ্যে আনার কথা ছিল। কিন্তু তারপরই রাজ্যের প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়ে আপাতত এসব অভিযোগ শিকেয় তুলে রেখেছেন তাঁরা।