National

দেশে ৫ম, রাজ্যে ১ম আইআইটি খড়গপুর, দেশের মধ্যে ১৩ নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়

প্রতি বছরই দেশের প্রথমসারির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্রমতালিকা প্রকাশ করে ন্যাশনাল ইন্সটিটিউশন ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। ২০১৮ সালের সেই তালিকা প্রকাশ করল তারা। তাতে দেখা যাচ্ছে দেশের ১ নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স। গত বছরও ১ নম্বরেই ছিল তারা। ২ ও ৩ নম্বরে রয়েছে আইআইটি মাদ্রাজ ও আইআইটি বম্বে। গত বছর ৪ নম্বরে থাকা আইআইটি খড়গপুর এবার নেমে গেছে ৫ নম্বরে। আর গত বছর ৫ নম্বরে থাকা দিল্লি আইআইটি উঠে এসেছে ৪ নম্বরে। ৬ নম্বর স্থান পেয়েছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউ। ৭ নম্বরে আইআইটি কানপুর। ৯ নম্বর থেকে এবার ৮ নম্বরে জায়গা করে নিয়েছে আইআইটি রুরকি। ১০ নম্বর স্থান থেকে একধাপ এগিয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবার ৯ নম্বরে জায়গা পেয়েছে। এবারই প্রথম প্রথম ১০-এ ঢুকেছে চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়। তালিকার ১৩ নম্বরে রয়েছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়।

এবারের তালিকায় রাজ্যের অবস্থান খুব খারাপ নয়। পশ্চিমবঙ্গের ৬টি শিক্ষা প্রতিষ্ঠান দেশের মধ্যে প্রথম ৫০টি সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে। রাজ্যের মধ্যে ১ নম্বরে রয়েছে আইআইটি খড়গপুর। ২ নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এছাড়া প্রথম ৫০-এ রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, আইআইএম কলকাতা, কল্যাণীর ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজি, শিবপুর।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button