বিয়েবাড়িতে ফটোগ্রাফারদের আবদারে হাসি মুখে ফটো তুলতে পছন্দ করেন? অজান্তে সেই ছবি বিকৃত হয়ে তা কোনোভাবে ছড়িয়ে পড়ছে না তো পর্নোগ্রাফির জগতে? বিয়েবাড়িতে ফটোগ্রাফির দায়িত্বে থাকা ফটোগ্রাফি সংস্থা আদৌ কতটা নিরাপদ? কেরালার কোঝিকোড় জেলার ভাদাকারা শহরের চাঞ্চল্যকর ঘটনা তুলে দিল সেই প্রশ্ন। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে ভাল কাজের জন্য কেরালার ‘সদায়াম শ্যুট এন্ড এডিট’ সংস্থার সুনাম আছে ওই অঞ্চলে। বিয়েবাড়িতে হালফিলের ফ্যাশনের ফটোগ্রাফির চাহিদা আকাশছোঁয়া। বিয়েবাড়ি মানে শুধুই আনন্দ। পরিপাটিভাবে সেজেগুজে আসা সুন্দরীদের আলোয় রোশনাই হয়ে ওঠে বিয়েবাড়ির মৌতাত।
অভিযোগ, বিয়েবাড়িতে আমন্ত্রিত মহিলাদের ছবি গোপনে তুলে ফটোশপের কারসাজিতে বিকৃত করে তুলত ওই সংস্থার চিত্রগ্রাহকরা। তারপর সেইসব ছবি পর্ন সাইটে বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে অসৎ উপায়ে টাকা রোজগার করত অভিযুক্ত সংস্থা। এইরকম কয়েকটি অশ্লীল ছবি নজরে আসে ফটোশপ জালিয়াতির শিকার হওয়া মহিলাদের। তাঁরা ও তাঁদের পরিবার এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন। ঘটনার তদন্তে নেমে ‘সদায়াম শ্যুট এন্ড এডিট’ সংস্থা থেকে বেআইনি নথি হাতে আসে পুলিশের। এরপরই সংস্থাটির অফিস সিল করে দেয় কেরালা প্রশাসন। অভিযুক্ত ২ ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।