সংসদের বাজেট অধিবেশন শেষ আগামী শুক্রবার। তার একদিন আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংসদের বাইরে মানববন্ধন তৈরি করলেন বিরোধী সাংসদরা। কংগ্রেস, তৃণমূল, এনসিপি সহ ১৩টি বিরোধী দল এই মানব বন্ধনে অংশ নেয়। প্রতিবাদী সাংসদদের মুখে কোনও স্লোগান ছিলনা। কেবল হাতে ছিল প্ল্যাকার্ড। তাতেই ছিল একের পর সরকারের বিরুদ্ধে তোলা ইস্যু। সেখানে জায়গা পেয়েছে নীরব মোদী, বাড়তে থাকা তেলের দাম, দলিত সমস্যা, কৃষক অসন্তোষ, কর্পোরেট ঋণ মকুব, অন্ধ্রপ্রদেশকে বিশেষ স্ট্যাটাস দেওয়ার দাবি, ব্যাঙ্ক কেলেঙ্কারি সহ একগুচ্ছ ইস্যু।
কেন্দ্রীয় সরকার এই সমস্ত ইস্যুতেই সঠিক পদক্ষেপ করতে ব্যর্থ বলে দাবি করে সাংসদরা এদিন প্রথমে সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হন। তারপর মানব শৃঙ্খল তৈরি করে লাইন দিয়ে সংসদ চত্বর প্রদক্ষিণ করেন। সংসদের ভিতরে কৌশলে তাঁদের বক্তব্য পেশে শাসক পক্ষ বাধা দিচ্ছে বলেও এদিন দাবি করেন সাংসদরা।