
ভোর হতে না হতেই জমিতে চাষের কাজে লেগে পড়েন কৃষকরা। এটাই তাঁদের দৈনন্দিন রুটিন। শুক্রবার সকাল সকাল ট্রাক্টরে চেপে মাঠে যাচ্ছিলেন ৩০ জন কৃষক। যাঁদের মধ্যে অধিকাংশই মহিলা। তেলেঙ্গানার নালগোণ্ডা জেলার ওয়াদ্দিপাটলা গ্রামের কাছে ট্রাক্টরটি পৌঁছতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ওয়াদ্দিপাটলা এলাকায় দীর্ঘদিন ধরে এ এম রেড্ডি প্রকল্পের অধীনে চলছে খাল সংস্কারের কাজ।
সূত্রের খবর, খালের পাশ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কৃষকদের নিয়ে ট্রাক্টরটি উল্টে পড়ে যায় খালের জলে। দুর্ঘটনার পর স্থানীয়রাই ছুটে এসে কৃষকদের বাঁচাতে উদ্ধারকাজে নেমে পড়েন। ৯ জনের মৃতদেহ উদ্ধার হয়। পরে পুলিশ এসে আহত কৃষকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।