National

বিমানে মশা ভর্তি! অভিযোগ করায় চিকিৎসককে নামিয়ে দিলেন ইন্ডিগোর কর্মীরা

এক যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল ইন্ডিগো বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে। ইন্ডিগো বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভব্য আচরণেরও অভিযোগ উঠেছে। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভু। অভিযোগ লখনউ থেকে সৌরভ রাই নামে এক চিকিৎসক বিমানে ওঠেন। বিমান যাত্রা শুরুর জন্য তৈরি হয়। দরজা বন্ধ করে দেওয়া হয়। সৌরভ রাই তখন সিটে বসে। বেঙ্গালুরুর ওই চিকি‌ৎসক পরে দাবি করেন, তিনি বিমান কর্মীদের ডেকে অভিযোগ করেন বিমানে অনেক মশা রয়েছে। তাঁর দাবি একথা জানানোর পরেই তাঁকে বিমান থেকে নামানোর তোড়জোড় পড়ে যায়। এক বিমানকর্মী তাঁর কলার ধরে তাঁকে বিমান থেকে টানতে টানতে নামিয়েও দেন। তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয়।

অন্যদিকে বিমান সংস্থার তরফে দাবি করা হয়েছে বিমানে মশা রয়েছে বলে অভিযোগ করে ওই ব্যক্তি চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। বিমানকর্মীদের অশ্লীল ভাষায় আক্রমণ করেন। এমনকি তিনি ‘হাইজ্যাক’ কথাটাও ব্যবহার করেন। অন্য যাত্রীদের রাগিয়ে দেওয়ার সবরকম চেষ্টা চালাচ্ছিলেন তিনি। তাই তাঁকে নামিয়ে দিতে বাধ্য হন বিমানকর্মীরা। এদিকে এক চিকিৎসকের সঙ্গে এহেন আচরণের পর গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button