গত মঙ্গলবার জাতীয় সড়কে ভয়ংকর পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৮ জন শ্রমিকের। মৃতরা প্রত্যেকেই কর্ণাটকের বাসিন্দা। ভোর ৫টা নাগাদ ট্রাকে চেপে তাঁরা কর্ণাটকের বিজাপুর অঞ্চল থেকে মহারাষ্ট্রের পুনেতে যাচ্ছিলেন। খান্ডালার কাছে পুনে-সাতারা জাতীয় সড়কের রাস্তার একাংশ ইংরাজি ‘এস’ অক্ষরের মত দেখতে। জাতীয় সড়কের ওই অংশ ঢালু এবং বিপদজনকও বটে। যার ফলে বহুবার ওই রাস্তায় বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, রাস্তা হঠাৎ ঢালু হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাক চালক। ট্রাক সোজা গিয়ে ধাক্কা মারে জাতীয় সড়কের ধারে একটি পাঁচিলে। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৭ জন শ্রমিক। ট্রাক চালকসহ গুরুতর জখম ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও ১ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর জাতীয় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।