নারী স্বাস্থ্য থেকে নারী সুরক্ষা নিয়ে আলোচনা হয়ে চলেছে দেশের সর্বত্র। যত আলোচনা হচ্ছে, সে তুলনায় কাজের কাজ কতটুকু হচ্ছে তা নিয়ে খোদ মহিলাদের মধ্যেই প্রশ্ন আছে। এবার তাই মহিলাদের জন্য কিছু করার ওপর জোর দিল কেরালা প্রশাসন। রাজ্যে মহিলাদের স্বাস্থ্য ও নিরাপত্তার দিকটি আরও জোরদার করতে অনেকদিন ধরেই সরকারি স্তরে ভাবনাচিন্তা চলছিল। সেই পরিকল্পনার ব্লু প্রিন্টও মোটামুটি তৈরি। ব্লু প্রিন্টের নাম ‘শি করিডর’। যা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে কেরালার রাজধানী শহর তিরুবনন্তপুরমে।
তিরুবনন্তপুরমের সরকারি মহিলা কলেজ এবং কটন হিলস মহিলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মধ্যবর্তী অঞ্চলে কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে গড়ে তোলা হবে ‘শি করিডর’। এই করিডরে মেয়েদের পথ নিরাপত্তার কথা ভেবে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। রাস্তার দুই ধারে থাকবে মেয়েদের বসার বিশেষ ব্যবস্থা। গড়া হবে মহিলা শৌচাগার। পরিবেশ দূষণ রোধে এবং ঋতুমতী মেয়েদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নির্দিষ্ট দূরত্ব অন্তর বসানো হবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। পথ চলার একঘেয়েমি কাটাতে সুযোগ থাকবে এফএম রেডিওতে গান শোনার। পাশাপাশি নারীদের আত্মবিশ্বাস গড়ে তুলতে রাস্তার দেওয়ালে আঁকা থাকবে মহীয়সী রমণীদের ছবিসহ সংক্ষিপ্ত আত্মজীবনী।
তিরুবনন্তপুরম পৌরসভার এহেন অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেশবাসী। সরকারি খতিয়ান বলছে গত বছর কেরালায় ১ হাজার ৭৭৩ রকমের অপরাধের মধ্যে অধিকাংশই ছিল মহিলা সম্পর্কিত। যার মধ্যে ২৮৭টি নারীধর্ষণের ঘটনায় মুখ পুড়েছে পিনারাই বিজয়ন সরকারের। এরপরেই চলতি বছরে রাজ্যে নারী ক্ষমতায়নের মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নেয় প্রশাসন। সেই উদ্যোগের একটি অংশ ‘শি করিডর’ প্রকল্প। প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে মোট ২ কোটি টাকা। খুব শীঘ্রই শুরু হবে ‘শি করিডর’-এর কাজ।