
হরিয়ানার রোহতকে মিলল নাবালিকার প্যাকেটবন্দি দেহ। সোমবার সকালে রোহতকের টিটোলি খাল থেকে উদ্ধার হয় এক নাবালিকার গলাপচা দেহ। এদিন খালে একটি সবুজ প্লাস্টিক ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে খাল থেকে প্লাস্টিকটি উদ্ধার করে। দুর্গন্ধময় প্লাস্টিকের মুখ খুলতেই বেরিয়ে পড়ে এক নাবালিকার দেহ। মৃতার পচন ধরা দেহের কাঁধের কাছ থেকে উধাও ছিল ২ হাত!
পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত ৯-১০ বছরের নাবালিকাকে খুন করার পর তাঁর দেহ ক্ষতবিক্ষত করা হয়। কয়েকদিন আগেই প্লাস্টিকে ভরে নাবালিকার দেহ খালে ফেলা হয়েছে বলে ধারণা পুলিশের। নাবালিকার গোপনাঙ্গে চোট থাকায় ধর্ষণের সম্ভাবনা প্রবল বলে মনে করছে পুলিশ। তবে এখনও মৃত নাবালিকার পরিচয় জানতে পারেনি পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠান হয়েছে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। খোঁজ চলছে এরমধ্যে স্থানীয় কোনও পরিবার তাঁদের নাবালিকা মেয়ের নিখোঁজের ডায়েরি করেছেন কিনা।