
পুলিশ এখনও খাদ্যে বিষক্রিয়া বলে দাবি করলেও মৃতদের পরিবারের দাবি বিষাক্ত দিশি মদ খেয়েই মৃত্যু হয়েছে ১৩ জনের। ২ জন এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন। ১৫ অগাস্ট রাতে এরা সকলেই মদ খেয়েছিল বলে স্বীকার করেছে পরিবার। গোপালগঞ্জ জেলার নৈনা টোলি গ্রামে মৃতদের বাড়িতে হানা দিয়ে ৫টি দিশি মদের বোতলও উদ্ধার করেছে পুলিশ। এছাড়া উত্তরপ্রদেশ লাগোয়া গোপালগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় হানা দিয়ে প্রচুর দিশি মদ উদ্ধার করেছে তারা। দিশি মদ খেয়ে ১৩ জনের মৃত্যুর পর বিহার জুড়ে হৈহৈ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কিছুদিন আগে বিহারকে মদমুক্ত রাজ্য হিসাবে ঘোষণা করেন। মদ বিক্রিতে কড়া নিষেধাজ্ঞা জারি করে রাজ্য সরকার। রাতারাতি রাজ্যের সব মদের দোকানে তালা পড়ে যায়। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানান সকলেই। কিন্তু সেই বিহারেই বিষাক্ত মদে মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে বিরোধী বিজেপি। বিহার বিজেপি নেতৃত্বের দাবি, বিহারকে মদমুক্ত রাজ্য ঘোষণার পরও এ রাজ্যে যদি বিষ মদে মৃত্যুর ঘটনা ঘটে তবে তা নীতীশ সরকারের ব্যর্থতা। রাজ্য সরকার মদে নিষেধাজ্ঞার কথা বললেও তা কার্যকর করতে পারেনি বলেও দাবি করেছে বিজেপি। এদিকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।