দেশের নানা প্রান্তে তো বটেই, খোদ রাজধানীর বুকে দাপটের সঙ্গে বেড়ে চলেছে ধর্ষণের ঘটনা। এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ সর্বত্র সরব হচ্ছেন দেশবাসী। কিন্তু বদলাচ্ছে না পরিস্থিতি। উল্টে ধর্ষকরা ধর্ষণের ঘটনাকে ভাইরাল করতে আজকাল হাতিয়ার করছে সোশ্যাল মিডিয়াকে। পরিস্থিতি কোথায় পৌঁছেছে তা বোঝা গেল মা-বাবার ফোনে পৌঁছনো মেয়ের ধর্ষণের ভিডিও থেকে। এ এক ভয়ংকর উদাহরণও বটে।
দিল্লির রোহিণী এলাকায় ধর্ষণের শিকার মানসিক প্রতিবন্ধী কিশোরীর মা এমনই অভিযোগ নিয়ে দ্বারস্থ হলেন পুলিশের। অভিযোগ, গত শুক্রবার ১২ বছরের কিশোরীকে নিজের বাড়িতে ধর্ষণ করে প্রতিবেশি যুবক বান্টি। কিশোরীর ওপর হওয়া পাশবিক যৌন অত্যাচারের দৃশ্য অভিযুক্তের ২ বন্ধু ফোনে রেকর্ড করে বলে অভিযোগ। নির্যাতিতার মায়ের দাবি, গত শনিবার তাঁর ফোনের হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে একটি ভিডিও আসে। ভিডিওতে মেয়ের ধর্ষণের ছবি দেখে নিজের চোখকে তিনি বিশ্বাস করতে পারছিলেন না বলে জানিয়েছেন নিগৃহীতার মা। মানসিক প্রতিবন্ধী মেয়েকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে তখন যৌন অত্যাচারের কথা জানায় মাকে। এরপরই কিশোরীর মা অভিযুক্ত প্রতিবেশির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। গত রবিবার অভিযুক্ত ৩ যুবককে গ্রেফতার করে পুলিশ। এলাকায় প্রভাবশালী হওয়ার জন্য অভিযুক্তের পরিবার তাঁদের ভয় দেখাচ্ছে, এলাকা ছেড়ে চলে যেতে চাপ দিয়ে হুমকি দিচ্ছে বলেও দাবি নির্যাতিতার বাবা-মার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।