লোভনীয় ইতালিয় পদ পিৎজা ভাল লাগে না এমন মানুষ হয়তো কমই আছেন। পুলিশরাও তো রক্তমাংসের মানুষ! তাই তাঁদেরও মাঝে মধ্যে পিৎজা খেতে ইচ্ছা হতেই পারে! তাই থানায় ক্রেতার বিরুদ্ধে অভিযোগ জানাতে আসা রেস্তোরাঁ মালিকের কাছে পিৎজার আবদার করে বসেছিলেন উত্তরপ্রদেশের হাসনগঞ্জ থানার এসআই। অভিযোগ, ঠিক আবদার নয়, কার্যত টাকার বদলে পিৎজার ‘ঘুষ’ চেয়ে বসেন সুমিত্রা দেবী নামে ওই মহিলা এসআই। অভিযোগ এফআইআরের কপি নিয়ে যাওয়ার সময়ে রেস্তোরাঁ মালিককে পিৎজা ও চিলি চিকেন আনার জন্য বলেন তিনি। এসআইয়ের এহেন দাবির ‘বিরল’ মুহুর্তটিকে ততক্ষণে থানায় উপস্থিত কেউ একজন ফোনে ভিডিও করে নেন।
ভিডিওটি গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চরম অস্বস্তিতে পড়ে যায় লখনউ প্রশাসন। রোহিত বেরি নামে রেস্তোরাঁর মালিকের সঙ্গে যোগাযোগ করা হয় প্রশাসনের তরফ থেকে। রেস্তোরাঁর মালিক পুলিশকে জানান, তাঁর হোটেলে খেতে আসা শিবেন্দ্র নামে এক ক্রেতা ৭ হাজার টাকা বিল করলেও তাঁকে এক পয়সা দেননি। এই বিষয়ে বৃহস্পতিবার এসআই সুমিত্রা দেবীর কাছে অভিযোগ জানাতে গেলে তাঁকে হয়রানির শিকার হতে হয় বলে পুলিশকে জানিয়েছেন রেস্তোরাঁর মালিক। পিৎজার বিষয়টিও জানান তিনি। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় গত শুক্রবার এসআই সুমিত্রা দেবীকে সাসপেন্ড করে উর্ধ্বতন কর্তৃপক্ষ।