
পাকিস্তানের আকাশপথ ব্যবহার না করে, আমেদাবাদ হয়ে আরব সাগরের ওপর দিয়ে খাঁড়ি রাষ্ট্রগুলিতে পৌঁছতে চাইছে ভারতীয় বিমান সংস্থাগুলি। এ রুটে বিমান চালানোর ছাড়পত্র চেয়ে ইতিমধ্যেই কেন্দ্রের দ্বারস্থ হয়েছে তারা। রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়া সহ জেট এয়ারওয়েজ, ইন্ডিগো, স্পাইস জেটের মত সংস্থাগুলির খাঁড়ি রাষ্ট্রগুলিতে বিমান পরিষেবা রয়েছে। তাঁরা সেখানে পৌঁছন জন্য পাকিস্তানের ওপর দিয়ে বিমান নিয়ে যেত। বর্তমানে ভারত-পাক সম্পর্কের অবনতি চরম পর্যায়ে পৌঁছনোয় তারা আর পাক আকাশপথ ব্যবহারে ভরসা পাচ্ছে না। সুরক্ষার কথা মাথায় রেখে বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর ইচ্ছা প্রকাশ করেছেন তাঁরা। বিমান সংস্থাগুলির চিন্তা আরও বাড়িয়েছে ভারতের সাম্প্রতিক একটি পদক্ষেপ। সম্প্রতি সূচি বহির্ভূত কিছু পাক বিমান ভারতের আকাশপথ ব্যবহার করতে চাইলে সেগুলিকে ফেরত পাঠায় ভারত। ভারতের বিমান সংস্থাগুলির ধারণা পাকিস্তানও প্রতিশোধ নিয়ে একই ব্যবহার তাদের সঙ্গে করতে পারে। এদিকে বিমান সংস্থাগুলির আবেদনকে স্বীকৃতি দিতে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছতে পারলেও আর্জিটি যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক।