বিতর্কের কেন্দ্রে থাকতে কি তিনি পছন্দ করেন? হয়তো তাই। কারণ মহাভারতের যুগে ইন্টারনেট, স্যাটেলাইট থাকার দাবি করে দেশ জুড়ে বিতর্কের কেন্দ্রে পৌঁছে যাওয়া ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কিন্তু সেখানেই থেমে যাননি। বরং একের পর এক বোমা তিনি ফাটিয়েই চলেছেন। সেই তালিকায় যুক্ত হল আরও ২টি বিতর্কিত মন্তব্য। গত শনিবার তিনি বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কখনই সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়া উচিত নয়। কারণ সিভিল ইঞ্জিনিয়াররা প্রশাসনিক কাজ ও সমাজ গঠনে অনেক বেশি পারদর্শী হন। তাই তাঁদের সিভিল সার্ভিস পরীক্ষায় বসা উচিত, মেকানিক্যালের ছাত্রদের নয়। এতে দেশ জুড়ে কম শোরগোল পড়েনি।
এবার তার পিঠে পিঠে ফের বোমা ফাটালেন তিনি। ত্রিপুরার বেকার শিক্ষিত যুবকদের সরকারি চাকরির পিছনে না ছুটে পানের দোকান খোলার পরামর্শ দিলেন তিনি। বিপ্লব দেব বলেন, শিক্ষিত যুবকরা সরকারি চাকরির পিছনেই ছুটে বেড়াচ্ছেন। এজন্য মন্ত্রীদের পিছনে ছুটছেন। এতে তাঁদের জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। বরং সে জায়গায় তাঁরা ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতেই পারেন। সে জায়গায় তাঁদের পানের দোকান খুললেও কাজে দেবে। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলার পর ফের তিনি বিতর্কের কেন্দ্র চলে এলেন। কদিন আগেই ডায়ানা হেডেনের বিশ্বসুন্দরী হওয়ার যোগ্যতা নেই বলে দাবি করে বিতর্ক উস্কে দিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।