
গুজরাটে খুন হলেন ১ সাংবাদিক। বছর ৫৩-র কিশোর দাভে জয় হিন্দ নামে এক পত্রিকায় ব্যুরো চিফ হিসাবে কর্মরত ছিলেন। সোমবার রাতে জুনাগড়ের বানজারি চকে তাঁর দফতরে বসে কাজ করছিলেন কিশোর দাভে। অভিযোগ তখনই তাঁর দফতরে ঢুকে তাঁকে ছুরি মেরে হত্যা করে আততায়ী। মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার কিশোর দাভেকে ছুরি দিয়ে আঘাত করে সে। যেভাবে তাঁকে ৬-৭ বার কোপানো হয়েছে তাতে পুলিশের প্রাথমিক অনুমান ব্যক্তিগত আক্রোশ থেকেই কিশোর দাভেকে খুন করা হয়েছে। অপরিচিতের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। কিশোর দাভের মৃত্যুতে গুজরাটের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।