কড়া আইন এসেছে ঠিকই। সাজার মাত্রাও চড়েছে। কিন্তু তাতেও নারী নির্যাতন, শ্লীলতাহানির ঘটনায় লাগাম পড়ছে কই? কই কমছে মহিলাদের সঙ্গে পাশবিক আচরণ? শ্লীলতাহানি করার সময় বারবার বাধা আসছিল উল্টো দিক থেকে। অভিযোগ, এই ‘অপরাধ’-এ এক কিশোরীকে বারান্দা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এক যুবক। গুরুতর জখম কিশোরী হাসপাতালে ভর্তি। যার দিকে অভিযোগের আঙুল উঠেছে, সেই যুবক উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার পিলখানা গ্রামের বাসিন্দা। নির্যাতিতা কিশোরীর বাড়িও ওই গ্রামে। গত মঙ্গলবার বাড়ির ভিতর ঢুকে বছর ১৫-র ওই কিশোরীর উপর চড়াও হয় অভিযুক্ত।
কিশোরীর মায়ের দাবি, এর আগেও বহুবার তাঁর মেয়েকে নানাভাবে উত্যক্ত করেছে ওই যুবক। মেয়েকে কুপ্রস্তাব দিয়েছে। কিন্তু তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই যুবক কিশোরীর বাড়িতে চড়াও হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের। নির্যাতিতার দাবি, অভিযুক্তের লালসার হাত থেকে বাঁচতে বাড়ির বারান্দার দিকে ছুটে যায় সে। তাঁর পিছু ধাওয়া করে বারান্দার কাছে পৌঁছে যায় ওই যুবকও। সেখানেই সে কিশোরীর সম্মানহানির চেষ্টা করে। এই পাশবিক আচরণ থেকে বাঁচতে লড়াই থামায়নি কিশোরীটি। বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে সে। এতেই অভিযুক্ত রেগে গিয়ে কিশোরীকে বারান্দা থেকে নিচে ঠেলে ফেলে দেয় বলে অভিযোগ। অভিযুক্ত পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নির্যাতিতার গ্রামে।