গত বুধবারের ধুলোঝড় রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ মিলিয়ে কেড়ে নিয়েছে ১৩০টি প্রাণ। তছনছ করে দিয়েছে পঞ্জাব, দিল্লি, উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা। সেই ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি এসব রাজ্যের মানুষজন। তার আগেই ফের শনিবার প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন। যে তালিকায় স্থান হয়েছে পশ্চিমবঙ্গেরও। মৌসম ভবন জানিয়েছে দেশের উত্তর-পশ্চিম প্রান্তের রাজ্য রাজস্থান, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে অতি দানবীয় চেহারা নিয়ে ঝড় আছড়ে পড়়তে পারে। এছাড়া জম্মু কাশ্মীর, থেকে শুরু করে হিমাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, তামিলনাড়ুতে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকেও পশ্চিমবঙ্গ, সিকিম, অসম সহ দেশের উত্তর-পূর্ব ভাগের প্রায় সব রাজ্যকেই প্রবল ঝড়বৃষ্টি নিয়ে সতর্ক করা হয়েছে। ফলে শনিবাসরীয় সন্ধেয় ঝড়বৃষ্টির একটা সম্ভাবনা এ রাজ্যে থেকেই যাচ্ছে। এদিকে রাজস্থানে ফের ধুলোঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা।