National

মায়ের জুতো কেড়ে নিল শিশু সন্তানের প্রাণ!

বিয়ে বাড়িতে হাই হিল জুতো পরা নারীদের অন্যতম পছন্দের ফ্যাশন। সেই শৌখিন ফ্যাশনের ভয়ঙ্কর মাশুল দিতে হল মহারাষ্ট্রের ধোবিঘাট এলাকার এক মহিলাকে। গত রবিবার ফেমিদা শেখের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান ছিল মুম্বইয়ের কল্যাণ এলাকায়। শহরের রামবাগ এলাকার মাতশ্রী হলে বসেছিল বিয়ের আসর। পোশাকের সঙ্গে মানানসই অলঙ্কার আর উঁচু হিলের জুতো পড়ে সন্ধ্যায় বিয়েবাড়ি যান ওই মহিলা। তাঁর কোলে ছিল ৬ মাসের পুত্রসন্তান মহম্মদ শেখ। ছেলেকে কোলে নিয়ে বিয়েবাড়ির এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন ওই মহিলা। হাই হিল পরার অভ্যাস নেই। তাই প্রথম থেকেই হাই হিল পরে ঠিকমতো হাঁটতে পারছিলেন না তিনি।

খাওয়াদাওয়া শেষে ছেলেকে কোলে নিয়ে বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার পথে চোখের নিমেষে ঘটে যায় বিপত্তি। বিয়েবাড়ির দোতলা থেকে একতলায় নামতে গিয়ে হঠাৎ সিঁড়িতে পা হড়কে যায় মহিলার। ছেলে তাঁর কোলেই ছিল। চোখের নিমেষে কোল থেকে দুধের শিশু ছিটকে পড়ে একতলায়। শক্ত মেঝেতে পড়ে মেরুদণ্ডে, মাথায় মারাত্মক আঘাত পায় ছোট্ট মহম্মদ। জখম শিশুকে নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান মহিলা ও তাঁর আত্মীয়েরা। কিন্তু ততক্ষণে মায়ের কোলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। বিয়েবাড়ির আনন্দের মাঝে দুধের শিশুর মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button