মুম্বইয়ের চেম্বুর ক্যাম্প বাস স্টপ। এখানেই গত মঙ্গলবার সকালে একটি ট্যাক্সি এসে দাঁড়ায়। ট্যাক্সিতে বসে ছিলেন সুরেন্দ্র সিং সহ দুজন। ওখানেই ভাড়া মিটিয়ে ট্যাক্সি ছেড়ে দিচ্ছিলেন তাঁরা। সেই সময়ে সেখানে হাজির হয় ১৮ বছরের কৃষ্ণা বোয়ান্না। তার সঙ্গে ৩ নাবালকও ছিল। তারা ওই ট্যাক্সিতে যাওয়ার কথা জানায়। সুরেন্দ্র সিংরা ভাড়া মিটিয়ে নেমে গেলেই তাদের ওই ট্যাক্সিতে ওঠার কথা। কিন্তু ভাড়া মেটাতে একটু সময় লাগে সুরেন্দ্র সিংয়ের।
কেন ভাড়া মেটাতে এত সময় লাগছে তা নিয়ে ঝগড়া শুরু করে কৃষ্ণা ও তার ৩ সঙ্গী। বচসা চরমে ওঠা। অভিযোগ ওই সময়ে কৃষ্ণা ও তার সঙ্গীরা ফুটপাথ সাজানোর জন্য সিমেন্টের পেভার ব্লক তুলে সুরেন্দ্র সিংয়ের দিকে তেড়ে যায়। তা দিয়ে তাঁকে আঘাতও করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সুরেন্দ্র সিং। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার পরই কৃষ্ণা বোয়ান্না সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়। কৃষ্ণা প্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত তার আগামী ১৪ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। বাকি ৩ জন নাবালক হওয়ায় তাদের হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।