পরীক্ষার ফি বাবদ কলেজে মাত্র ৩০০ টাকা জমা করা বাকি ছিল। ওই টাকা জমা না করায় পরীক্ষায় বসতে দেওয়া হল না এক ছাত্রকে। সেই দুঃখে, দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলায়। সেখানকার রামকৃষ্ণ কলেজের বিসিএ বিভাগের ছাত্র বছর ২০-র মোহনলাল। পরীক্ষার আগে কলেজে সময়মতই ২৫ হাজার ৭০০ টাকা জমা করে সে। বাকি ছিল ৩০০ টাকা। সেই টাকাটা জোগাড় করে উঠতে পারেনি মোহনলাল।
অভিযোগ, বাকি ৩০০ টাকা সময়মত জমা না করায় তাঁকে পরীক্ষার অ্যাডমিট কার্ড দেয়নি কলেজ কর্তৃপক্ষ। মৃত ছাত্রের পরিবারের দাবি, পরীক্ষা দিতে না পারলে কেরিয়ার শেষ হয়ে যাবে। এই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল মোহনলালকে। প্রবল মানসিক চাপ ও চূড়ান্ত হতাশা থেকেই শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয় সে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ছাত্রটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃত পড়ুয়ার বাড়ির লোক এবং প্রতিবেশিরা। কলেজ কর্তৃপক্ষের অমানবিক সিদ্ধান্তের জন্য মেধাবী ছাত্রের জীবন অকালে ঝরে যাওয়ায় প্রতিবাদে রাস্তা অবরোধ করেন তাঁরা। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। বিক্ষোভকারীরা জানিয়ে দেন, জেলা প্রশাসন কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত প্রতিবাদ আন্দোলন অব্যাহত থাকবে। পরে প্রশাসনের তরফ থেকে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস পেলে অবরোধ তুলে নেন মৃত ছাত্রের পরিজনেরা।