National

প্রবল ঝড়বৃষ্টি, অর্ধেক শহর বিদ্যুৎহীন, মৃত কমপক্ষে ২

গ্রীষ্মে এমন ঝড়বৃষ্টির দাপট বড় একটা দেখা যায়না। যা এ বছর বারবার চোখে পড়ছে। দেশের বিভিন্ন প্রান্তে যখনই ঝড়বৃষ্টি হচ্ছে তা প্রবল আকারে হচ্ছে। বাজ পড়ছে তো বেশ কিছু প্রাণ কেড়েই থামছে। ধুলো ঝড় হচ্ছে তো মানুষের প্রাণহানি ঘটছে। নষ্ট হচ্ছে প্রচুর সম্পত্তি। শহরকে শহর তছনছ করে দিচ্ছে। যা গত বৃহস্পতিবার হল হায়দরাবাদের সঙ্গে। প্রবল ঝড়বৃষ্টিতে হায়দরাবাদের অবস্থা বেহাল। শ’দুয়েক গাছ উপড়ে পড়েছে শহরের বিভিন্ন প্রান্তে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। অর্ধেক শহর বিদ্যুৎশূন্য থেকেছে বৃহস্পতিবার। শুক্রবার থেকে আস্তে আস্তে অবস্থার উন্নতি হচ্ছে।

এদিকে ঝড়বৃষ্টিতে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি। একজন জলের তোড়ে ভেসে ড্রেনে ঢুকে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্য এক ব্যক্তি ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে হাত দেওয়ায় তাঁর মৃত্যু হয়। অনেক জায়গায় গাছ পড়ে আহত হয়েছেন অনেকে। বেশ কিছু গাড়ি নষ্ট হয়ে গেছে। শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টির পর জল দাঁড়িয়ে যায়। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। শহরের পুরনো চেহারা ফেরাতে শুক্রবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে স্থানীয় পুরসভা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button