
ভারতের আর্জি কানেও তুললনা পাকিস্তান। পাক সেনার হঠাৎ হামলায় রক্তাক্ত হল ভারতের ভূখণ্ড। পাকিস্তানের দিক থেকে উপুর্যপরি গুলি বৃষ্টি আর মর্টার বর্ষণের হাত থেকে রক্ষা পেল না নিরীহ শিশু। নীতীন কুমার নামে ৮ মাসের শিশুপুত্রের মৃত্যু হয় পাক গোলায়। ৭ জন গুরুতর আহত হয়েছেন। গত সোমবার সকাল ৭টা থেকে কার্যত বিনা প্ররোচনায় ভারতীয় ভূখণ্ড লক্ষ্য করে লাগাতার গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তান। জম্মুর আরানিয়া, আরএস পুরা ও আখনুর সেক্টরের নিয়ন্ত্রণরেখা বরাবর গ্রামগুলিতে পাকিস্তানের গুলিবর্ষণ রীতিমত আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করে।
সেই সময় জম্মুর পালানওয়ালা সেক্টর লাগোয়া গ্রামে ঘরের বাইরে মা-বাবার সঙ্গে ৮ মাসের শিশুটি ঘুমচ্ছিল। ঘুমের মধ্যেই পাক গোলায় প্রাণ হারায় সে। গুলি আর মর্টার শেলের আঘাতে গুঁড়িয়ে যায় বিএসএফের কয়েকটি সেনা ছাউনি। ধসে পড়ে সীমান্ত সংলগ্ন থানার দেওয়াল। কয়েকটি গাড়ি গোলাগুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। পাক সেনা বাহিনীর হামলার আঁচ পেতেই পাল্টা জবাব দিতে শুরু করে ভারতীয় সেনা। দুপুর ২টো পর্যন্ত অব্যাহত থাকে গুলির লড়াই। বিক্ষিপ্ত গোলাগুলির জেরে এক পুলিশ আধিকারিক ও ২ স্থানীয় মহিলা-সহ ৭ জন আহত হন।
সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে আপাতত তাঁদের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। নিয়ন্ত্রণ রেখার ৫ কিলোমিটারের মধ্যে থাকা স্কুলগুলিতে অনির্দিষ্টকালে জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। উপত্যকার সীমান্ত এলাকা থেকে গ্রামবাসীদের সরানোর কাজ শুরু হয়েছে। এখন ২ দেশেই চলছে পবিত্র রমজান মাস। এর মধ্যে পাক হামলায় মরতে হচ্ছে উপত্যকার আমজনতাকে। গোটা বিষয়টিকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি।