উত্তরপ্রদেশের মুজফফর নগরের মান্ডলা গ্রামের ঘটনা। গত বৃহস্পতিবার সন্ধেবেলা ৩ বছরের মেয়েকে নিয়ে ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন মা। ঘুমের মধ্যে তাঁকে দংশন করে একটি বিষধর সাপ। কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন বছর ৩৫-এর মহিলা বুঝতেই পারেননি যে তাঁকে সাপে কেটেছে। ফলে ধীরে ধীরে সাপের বিষ ছড়িয়ে যায় মহিলার সারা শরীরে। ঠিক সেই সময় পাশে শুয়ে থাকা ছোট্ট মেয়ে কেঁদে ওঠে স্তন্যপানের জন্য। ঘুম চোখেই মেয়েকে স্তন্যপান করান মহিলা। মায়ের বুকের বিষাক্ত দুধ পান করে অসুস্থ হয়ে পড়ে একরত্তি মেয়েও।
ওই মহিলারও শারীরিক অবস্থার অবনতি হয়। ২ জনেরই বিষে জর্জর শরীর নীল হয়ে যায়। মা-মেয়ে দুজনকে নিয়ে দ্রুত হাসপাতালে ছোটে তাঁদের বাড়ির লোক। সেখানে রাতেই তাঁদের মৃত্যু হয়। সাপের বিষে মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি সুনিশ্চিত করেন চিকিৎসকরা। পরে মৃতার পরিবারের অন্য এক সদস্য পাশের ঘরে দংশক সাপটিকে দেখতে পান। কিন্তু ধরা পড়ার আগেই পালিয়ে যায় সাপটি।