চলছে পবিত্র রমজান মাস। ভারত ও পাকিস্তান, ২ দেশের মুসলিম নাগরিকরা পালন করছেন রোজা। তাই আপাতত যাবতীয় অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্র। সেই ঘোষণাকে কাজে লাগিয়ে রমজানের মাঝেই দেশের ভূখণ্ডে হামলা চালাল পাক মদতপুষ্ট জঙ্গিরা। সংখ্যায় তারা কতজন ছিল তা অবশ্য জানা যায়নি। গত রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরে পরপর ২টি হামলার মুখে পড়ল নিরাপত্তা বাহিনী।
রবিবার গভীর রাতে পুলওয়ামার কাকপোরা সেনা ছাউনিতে অতর্কিত আক্রমণ করে সন্ত্রাসবাদীরা। সেইসময় সেনা ছাউনির ভিতর ঘুমিয়ে ছিলেন বেশ কয়েকজন জওয়ান। ছাউনির বাইরে টহল দিচ্ছিলেন আরেক দল জওয়ান। তাঁদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়ে রাতের অন্ধকারে গা ঢাকা দেয় জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে ১ জওয়ান শহিদ হন। প্রাণ হারিয়েছেন বিলাল আহমেদ গনিয়া নামে ১ সাধারণ নাগরিকও। এই হানাকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছে ভারতীয় সেনা। কাকাপুরার ৫০ রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতে হামলার ঘটনাটি ঘটেছে। ছাউনির অদূরেই জঙ্গল। সম্ভবত সেখানেই জঙ্গিরা আত্মগোপন করে আছে বলে মনে করা হচ্ছে। জঙ্গলে পালানো জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় প্রতিরক্ষাবাহিনী।
এদিকে সোমবার সকালেও সোপিয়ান জেলার সুগান ও চিল্লিপোরা এলাকার কাছে গাড়ি করে টহল দিচ্ছিল সেনাবাহিনী। তাঁদের গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বিস্ফোরণে রাস্তায় বিশাল গর্ত হয়ে বসে যায় সেনার গাড়ি। ওই ঘটনায় ৩ জওয়ান আহত হয়েছেন। রমজান মাসে শান্তি ভঙ্গ করে জঙ্গিদের অতর্কিত হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে দেশের প্রতিরক্ষামন্ত্রক।