
‘আপনারা এলেন কিসে? নৌকায়!’ বানভাসি দিল্লির সড়ক পেরিয়ে আইআইটিতে বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই এমন এক মস্করা করে বসলেন মার্কিন বিদেশ সচিব জন কেরি। প্রবল বৃষ্টিতে নাজেহাল দিল্লিতে নির্ধারিত সময়ের একঘণ্টা পর আইআইটিতে আসেন কেরি। বুধবার সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় দিল্লিতে। একটানা বৃষ্টি চলতে থাকায় ক্রমশ রাস্তায় জল জমতে শুরু করে। ঘণ্টা খানেকের মধ্যেই রাজধানীর সিংহভাগ এলাকা জলের তলায় চলে যায়। জলে আটকে পড়ে গাড়ি। অনেক রাস্তাতেই ব্যস্ত দিনের সকালে ট্রাফিক প্রায় নড়তেই পারেনি। গোটা শহরটাই যানজটের গ্রাসে চলে যায়। এদিকে বৃষ্টির জেরে বহু বিমানের সময় পরিবর্তন করা হয়। কয়েকটি বিমান দিল্লি বিমানবন্দরে নামতেই পারেনি। এদিন মার্কিন বিদেশ সচিবের আইআইটি থেকে সিসগঞ্জ গুরুদ্বার, জামা মসজিদ ও গৌরি শঙ্কর মন্দিরে যাওয়ার কথা থাকলেও, শহরের পরিবহণ ব্যবস্থার কথা মাথায় রেখে সেই কর্মসূচি বাতিল করা হয়। এদিকে প্রবল বৃষ্টিতে এদিন ধুয়ে গেছে লখনউ সহ উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল। নবাবি শহরের অধিকাংশ এলাকাই এদিন জলের তলায় চলে যায়। থমকে যায় ট্রাফিক। সমস্যায় পড়েন মানুষজন। প্রবল বৃষ্টি লখনউয়ের স্বাভাবিক জনজীবনে বড় প্রভাব ফেলে। একইভাবে এদিন বৃষ্টিতে জেরবার চেন্নাই। এখানেও বহু এলাকায় জল জমে যায়। যান চলাচল বিঘ্নিত হয়। তবে অবিশ্রান্ত বৃষ্টির জেরে মর্মান্তিক ঘটনা ঘটেছে হায়দরাবাদে। একটানা বৃষ্টিতে হায়দরাবাদের রামান্থাপুরে একটি বাড়ির পাঁচিল ধসে স্বামী, স্ত্রী ও তাঁদের দুই সন্তানের ওপর পড়ে। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। অন্যদিকে ভোলাকপুরে ঘরেই ছিলেন এক মহিলা ও তাঁর ২ সন্তান। বাইরে তখন প্রবল বৃষ্টি চলছে। এমন সময়ে তাঁদের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির ছাদ। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। বৃষ্টিতে হায়দরাবাদের সব নিচু এলাকাই বানভাসি চেহারা নিয়েছে। বহু বাড়ির একতলা জলের তলায় চলে গেছে। যান চলাচল স্তব্ধ বলাই ভাল। যানজটের চেহারা দেখে চমকে উঠছে পুলিশই। রাস্তায় যাঁরা গাড়ি নিয়ে বেরিয়েছেন তাঁরা বুঝতেই পারছেননা কখন তাঁরা বাড়ি পৌঁছবেন।