দুষ্কৃতিদের গুলিতে খুন হলেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক নভজ্যোৎ সিং। গত রবিবার রাতে পঞ্জাবের ডেরা বাসি এলাকায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মারা যান নভজ্যোৎ। তাঁর দেহে ৫টি গুলি পাওয়া গেছে। গত রবিবার বিকেলে রামপুর সানিয়ান গ্রামের বাড়ি থেকে গাড়ি নিয়ে বার হন নভজ্যোৎ। নিহত গায়কের পরিবারের দাবি, রাত ১১টার সময় বাড়িতে ফোন করেন নভজ্যোৎ। ৫ মিনিটের মধ্যে তিনি বাড়ি ফিরছেন, তাই মাকে তাঁর জন্য খাবার রেখে দেওয়ার কথা বলেন বছর ২২-এর এই নেক্সট জেন হার্টথ্রব গায়ক। কিন্তু চণ্ডীগড়ের ডেরা বাসি এলাকায় পৌঁছতেই তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতিরা।
অনেকটা সময় কেটে যাওয়ার পরও ছেলে বাড়ি না ফেরায় তাঁকে ফোন করেন বাড়ির লোকজন। ফোন না ধরায় কয়েকজন গ্রামবাসীকে নিয়ে নভজ্যোতকে খুঁজতে বার হন তাঁরা। ডেরা বাসির একটি পরিত্যক্ত কারখানার কাছে সেতুতে রক্তাক্ত অবস্থায় নভজ্যোতের দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখেন তাঁরা। হাসপাতালে নিয়ে গেলে ‘দিল দি পুকার’, ‘তেরি সোচ’ খ্যাত গায়ককে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। গায়কের মৃতদেহ থেকে কিছুটা দূরে তাঁর গাড়িটি উদ্ধার হয়৷ গাড়ি থেকে কিছুটা দূরে পাওয়া যায় ৩টি পিস্তল ও ২টি কার্তুজ। নিহতের টাকার ব্যাগ, সোনার চেন ও ব্রেসলেট, মায় দামী ফোন পর্যন্ত চুরি যায়নি। ফলে পুলিশ একপ্রকার নিশ্চিত, লুঠের জন্য খুন হননি গায়ক।
রবিবার নভজ্যোতের সঙ্গে গাড়িতে এক মহিলা ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। জনপ্রিয় গায়কের খুনের পিছনে প্রেম ঘটিত আক্রোশ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ একটি খুনের মামলা দায়ের করেছে। কে বা কারা কী উদ্দেশ্যে পঞ্জাবের যুব প্রজন্মের পছন্দের গায়ককে খুন করল তা তদন্ত করে দেখছে পুলিশ।