কর্ণাটকের উপকূলবর্তী এলাকা এখন জলের তলায়। গত ৩০ বছরে এই বিস্তীর্ণ এলাকা কখনও এমন বন্যা দেখেনি। এবার দেখল। সাইক্লোন মেগুনু-এর প্রভাব তো রয়েছেই। সেইসঙ্গে লাগোয়া রাজ্য কেরালায় আগেই ঢুকেই পড়েছে বর্ষা। এই জোড়া ফলাই কাল হল কর্ণাটকের। গত মঙ্গলবার একটানা ২৪ ঘণ্টা বৃষ্টি হয়েছে এখানে। যার জেরে কর্ণাটকের উপকূলবর্তী এলাকা বানভাসি চেহারা নিয়েছে। সব স্কুল, কলেজ বন্ধ। কোথাওই প্রায় রাস্তা দেখা যাচ্ছে না। জলের তলায় মুখ লুকিয়েছে অনেক গ্রাম।
মেঙ্গালুরুর মত শহর জলের তলায় চলে গেছে। অনেক রাস্তায় পরিবহণের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নৌকা। যুদ্ধকালীন তৎপরতায় অবস্থা উন্নতির চেষ্টা চলছে। বহু মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন। তাঁদের সাহায্য করার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে পানীয় জলের সমস্যা। তৈরি হচ্ছে খাবারের সমস্যাও। কোথাও কোনও দোকানপাট খোলার প্রশ্নই নেই। বাড়ি থেকে বার হতে গেলেও লাগছে নৌকা। এতো গেল শহরের কথা। গ্রামগুলোর অবস্থাও শোচনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে বন্যার্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন।