বিভিন্ন রাজ্যের মেয়েদের নিয়ে এসে চেন্নাইতে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হল জনপ্রিয় তামিল অভিনেত্রী সঙ্গীতা বালানকে। অভিযোগ, সিনেমা বা টিভিতে সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে অভিনয়কে পেশা হিসাবে গ্রহণ করতে ইচ্ছুক তরুণীদের চেন্নাই ডেকে আনত সঙ্গীতা ও তার শাগরেদ সতীশ। একরাশ স্বপ্ন নিয়ে চেন্নাই হাজির হওয়া সেসব তরুণীদের অবশেষে স্থান হত সঙ্গীতার রমরমা মধুচক্রে। তাঁদের পতিতাবৃত্তি করতে বাধ্য করা হত বলে অভিযোগ।
পুলিশ সঙ্গীতা বালানকে গ্রেফতার করার পাশাপাশি তার সাগরেদ সতীশকেও গ্রেফতার করেছে। মধুচক্র থেকে তরুণীদের উদ্ধার করে তাঁদের চিকিৎসার জন্য পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। ১৯৯৬ সালে তামিল ছবি ‘কারুপ্পু রোজা’-য় অভিনয় দিয়ে তামিল চলচ্চিত্র জগতে পা দেয় সঙ্গীতা বালান। তারপরও অনেক জনপ্রিয় সিনেমা ও টিভি সিরিয়ালে অভিনয় করেছে সে।