বৃহস্পতিবার কেঁপে উঠল কাশ্মীর। কম্পনের মাত্রা বিশেষ ছিলনা। ফলে বড় ধরণের ক্ষয়ক্ষতি কিছু হয়নি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। যাকে মৃদু ভূমিকম্প হিসাবেই ধরে নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১২টা ২১ মিনিটে কেঁপে ওঠে ভূস্বর্গ। কম্পন অনুভূত হতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।
কম্পনের কেন্দ্রস্থল ছিল লে-র কাছে ভারত-চিন সীমান্ত। মাটির ১০ কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। তবে খুব বড় ধরণের কম্পন না হওয়ায় কিছুক্ষণ পর আতঙ্কের আবহ কেটে যায়। মানুষ আবার স্বাভাবিক কাজকর্মে ফেরেন। এদিনের কম্পনে কোনও হতাহতের খবর নেই। কোনও সম্পত্তি নষ্টের খবরও পাওয়া যায়নি।