একটা ফাঁকা গলি। দেখেই বোঝা যাচ্ছে মধ্যবিত্ত পুরনো পাড়া। সরু রাস্তার দু’ধারে গায়েগায়ে লাগোয়া বাড়ির সারি। রাস্তা এতটাই সরু যে একটা গাড়ি ঢুকলে অন্য গাড়ি পাশ দিয়ে যাতায়াত করা অসম্ভব। তেমন একটি গলি ধরে এগিয়ে এল একটি গাড়ি। সুনসান গলির একটি বাড়ির সামনে দাঁড়াল গাড়িটি। তারপর গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে একটি শিশুকে সামনের বাড়ির সিঁড়িতে রেখে দিল এক মহিলা। তারপর গাড়ি ছুটিয়ে বেরিয়ে গেল রাস্তা দিয়ে।
উত্তরপ্রদেশের মুজফফরনগরের এই সিসিটিভি ফুটেজ নিয়ে এখন তোলপাড় নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় ছি ছি পড়ে গেছে। একটা দুধের শিশুকে কেউ এভাবে রাস্তার ধারে ফেলে চলে যেতে পারে! এ কেমন নির্মম কাণ্ড! যেই এই ছবি দেখছেন, তিনিই এমন মন্তব্য করছেন। পরে চোখে পড়তেই সদ্যোজাত শিশুকন্যাটিকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা সংকটজনক। তবে শিশুটি সেরে উঠবে বলেই আশাবাদী সকলে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।