National

সিকিমে পাহাড়ি রাস্তায় ধস, প্রবল সমস্যায় পর্যটকরা

বৃষ্টি চলছিল গত বৃহস্পতিবার থেকেই। একটানা বৃষ্টিতে ক্রমশ বেহাল হচ্ছিল রাস্তার অবস্থা। শুক্রবার ভোরেও তখন বৃষ্টি হচ্ছিল। সে সময়ে পূর্ব সিকিমের রংপু-র কাছে পাহাড়ি এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের ওপর পাহাড় বেয়ে নেমে আসে বিশাল বিশাল পাথরের চাঙড়। পাশের নদীতে আছড়ে পড়তে থাকে সেগুলি। পাথরের চাঁই পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। প্রবল বৃষ্টিতে পাহাড়ি এলাকায় এমন ধস নতুন নয়। এদিনের ধস সেভাবেই নেমেছিল। কিন্তু তাতে পর্যটকদের মাথায় হাত পড়ে। কারণ এই পথই সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে যোগসূত্র। এই পথ ধরেই এ সময়ে বহু পর্যটক সিকিমে যাচ্ছেন। সেখান থেকে ফিরছেন। এমন গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় সড়কের দু’ধারে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। শুরু হয় হাপিত্যেশ অপেক্ষা। মহা ফাঁপরে পড়েন পর্যটকরা।

এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে হওয়া এমন ধসে রাস্তা অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে সেখানে হাজির হন প্রশাসনিক কর্তারা। দুপুরের পর রাস্তা থেকে পাথরের চাঁই সরিয়ে তা যান চলাচলের উপযুক্ত করার চেষ্টা শুরু হয়। তবে যা পরিস্থিতি তাতে একেবারে রাস্তা পরিস্কার হয়ে যান চলাচল স্বাভাবিক হতে রাত হয়ে যেতে পারে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button