ফের দানব ধুলো ঝড়ে কাবু রাজধানী। এমন ঝড় সাধারণত মরু অঞ্চলে দেখতে পাওয়া যায়। যেখানে চারদিক বালি ঝড়ে ঝাপসা করে দেয় মাইলের পর মাইল এলাকা। কিন্তু দিল্লির মত একটা শহরেরও যে সেই একই হাল হতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। শনিবার বিকেল ৫টা নাগাদ সেই ঝুলো ঝড়েই কাবু হলেন দিল্লিবাসী। দিল্লি মুখ ঢাকল ধুলোর অন্ধকারে। ধুলো ঝড় শুরু হতেই অনেক মানুষ দ্রুত বাড়ি বা অফিসে আশ্রয় নেন। চারদিক ধুলোয় ঢেকে যায়।
শুধু ধুলো ঝড়েই ক্ষান্ত হয়নি পরিবেশ। তারসঙ্গে শুরু হয় প্রবল ঝোড়ো হাওয়ার দাপট। সঙ্গে ছিল ঝমঝমিয়ে বৃষ্টি। এদিনের দুর্যোগে জনজীবন ব্যাহত হয়। ব্যাহত হয় যান চলাচল। সেইসঙ্গে ২৭টি উড়ান দিল্লি বিমানবন্দরে নামতে পারেনি। ব্যাহত হয়েছে দিল্লির মেট্রো চলাচলও।