বিকেলে দিল্লিতে হানা দেয় ধুলো ঝড়। সঙ্গে ছিল ঝমঝমিয়ে বৃষ্টি। যাতে রাজধানীর জনজীবন বিধ্বস্ত হয়। সেই ধুলো ঝড়ই এরপর হানা দেয় উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের ১১টি জেলা এই ধুলো ঝড়ের করাল গ্রাসে পড়ে। সঙ্গে ছিল মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর বজ্রপাত। ধুলো ঝড় ও বজ্রপাতে শনিবার সন্ধেয় উত্তরপ্রদেশের ১১ জেলা মিলিয়ে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এরমধ্যে জৌনপুর ও সুলতানপুরে ৫ জন করে বাসিন্দার মৃত্যু হয়েছে। উন্নাওতে ৪ জনের মৃত্যু হয়েছে। চান্দাউলি ও বাহরাইচে ৩ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। রায়বরেলিতে ২ জনের মৃত্যু হয়েছে। সীতাপুর, আমেঠি, মির্জাপুর ও প্রতাপগড়ে ১ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে।
এদিনের প্রাকৃতিক দুর্যোগে মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে আসার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবার পিছু দ্রুত ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্ট জেলাশাসকদের নির্দেশ দেন। এ ব্যাপারে তিনি কোনও গাফিলতি সহ্য করবেননা বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এদিন ধুলো ঝড় ও বজ্রপাতে ২৬ জনের প্রাণহানির পাশাপাশি বহু জায়গায় অনেকে আহত হয়েছেন। কোথাও উপড়ে পড়েছে গাছ, কোথাও বিদ্যুতের খুঁটি, কোথাও বাড়ি বা দোকানের চাল উড়ে গেছে। সঙ্গে অনেক জায়গায় বেশ ঝেঁপেই বৃষ্টি হয়েছে শনিবার।