কর্ণাটকে গত ১২ মে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলেও বেঙ্গালুরুর জয়নগর আসনে বিজেপি প্রার্থীর মৃত্যুতে পিছিয়ে যায় ভোট। সেই ভোট অনুষ্ঠিত হয় গত ১১ জুন। যার ভোটগণনা ছিল বুধবার। সেই গণনায় শেষ হাসি হাসল কংগ্রেস। হেরে গেলেন বিজেপি প্রার্থী। যদিও কংগ্রেসের জয়ের ফারাক খুবই কম। কংগ্রেস প্রার্থী সৌম্যা রেড্ডি এদিন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পরাজিত করেন ৩ হাজারেরও কম ভোটের ব্যবধানে।
কর্ণাটকে সরকার গড়তে ফল প্রকাশের পর জেডিএসের সঙ্গে হাত মেলায় কংগ্রেস। জেডিএসকে ছেড়ে দেয় মুখ্যমন্ত্রী পদও। সেই জোট এখন ক্ষমতায়। জোটধর্ম পালন করে এই জয়নগর আসনে কিন্তু প্রার্থী দেয়নি জেডিএস। যার ফলে ভোট ভাঙাভাঙির সুযোগ হয়নি। কংগ্রেস জয় পেয়েছে এই আসনে। এদিনের জয়ের ফলে কর্ণাটক বিধানসভায় কংগ্রেসের আসন সংখ্যা দাঁড়াল ৭৯।