বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১৭ জনের। আহত ১২। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উত্তরপ্রদেশের মইনপুরী জেলার দানহারা এলাকায়। পুলিশ জানাচ্ছে, সকালে যাত্রীবাহী বাসটি অত্যন্ত গতিতে ছুটে আসছিল। ফলে বাসের ওপর সম্ভবত নিয়ন্ত্রণ হারান চালক। বাস এসে সোজা ধাক্কা মারে ডিভাইডারে। অত গতিতে ডিভাইডারে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বাসটি উল্টে যায় রাস্তায়। ভিতরে আটকে পড়া যাত্রীরা আর্তনাদ করতে থাকেন। স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের টিম এসে যাত্রীদের উদ্ধার করে।
ঘটনায় ১৭ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পুলিশকে সঠিক তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের চিকিৎসায় যেন কোনও ত্রুটি না হয় সেদিকেও নজর রাখার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী।