মুম্বইয়ের ওরলি এলাকা। এখানে একের পর এক বহুতলের সারি। বর্ধিষ্ণু এলাকা। বহুমূল্য ফ্ল্যাটে নামীদামী বাসিন্দাদের বাস। ওরলির আপ্পাসাহেব মারাঠে মার্গের প্রভাদেবী এলাকার তেমনই একটি বহুতলে বুধবার দুপুর ২টো নাগাদ আগুন লেগে যায়। আগুন লাগে একদম উপরের ২টি তলায়। ৩৪ তলা বাড়ির উপরের ২টি তলা থেকে কালো ধোঁয়া বার হতে থাকে। এই বহুতলেরই বাসিন্দা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এদিন আগুন লাগার পরই ওই বহুতলের ৯০ জন বাসিন্দাকে বাইরে বার করে আনেন দমকল কর্মীরা। শুরু হয় আগুন নেভানোর কাজ। প্রাথমিকভাবে দমকলের ৬টি ইঞ্জিন ও ৫টি ওয়াটার ট্যাঙ্কার আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আসে।
এদিকে ওই বহুতলেই দেশের প্রথমসারির চিত্রাভিনেত্রী দীপিকা পাড়ুকোন থাকেন একথা জানতে পেরে তাঁর বহু ভক্ত চিন্তায় পড়ে যান। তাঁদের আশ্বস্ত করতে পরে দীপিকা ট্যুইট করে জানান তিনি সুস্থ আছেন। যখন আগুন লাগে তখন তিনি নিজের ফ্ল্যাটে ছিলেননা। অন্য দমকল কর্মীদের সুরক্ষার জন্য প্রার্থনাও করেন তিনি।
প্রসঙ্গত মুম্বইতে কখনও ব্রিটিশ আমলের অট্টালিকায়, কখনও বহুতলে আগুন লাগা এখন হামেশাই হচ্ছে। চলতি মাসেই এই নিয়ে ৩টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এদিন ওই বহুতলে কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখছে দমকল।