সিনেমার পর্দায় ২ যুযুধান দুষ্কৃতি দলের মধ্যে এলাকা দখল নিয়ে রেষারেষি, গ্যাংওয়ার। এসব দেখে অভ্যস্ত ভারতীয় দর্শক। টিকিট কেটে সিনেমা দেখতে গিয়ে সেসব সিনেম্যাটিক গ্যাংওয়ার দেখে আনন্দও পান তাঁরা। কিন্তু সেই গ্যাংওয়ার যদি বাস্তবে হয়, তাহলে যে মানুষের আতঙ্ক কোন পর্যায়ে যায় তা সোমবার উত্তর দিল্লির বুরারি এলাকার বাসিন্দারা টের পেলেন। যেখানে সত্যিই গুলি চলল। ২ গ্যাংয়ের নিজেদের লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হল এক নিরীহ মহিলা পথচারীর। ২ গ্যাংয়েরও ১ জন করে সদস্যের এদিন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
পুলিশ জানাচ্ছে, টিল্লু ও গোগী গ্যাং দিল্লির কুখ্যাত ২ দুষ্কৃতী দল। এলাকা দখল নিয়ে ২ গ্যাংয়ের রেষারেষিও দীর্ঘদিনের। এদিন টিল্লু গ্যাংয়ের সদস্যদের একটি গাড়িতে ধাক্কা মারে গোগী গ্যাংয়ের সদস্যদের গাড়ি। ব্যস এতেই প্রকাশ্য রাস্তায় শুরু হয় গুলির লড়াই। চারদিক ফাঁকা হয়ে যায়। গুলিতে রক্তাক্ত হন এক মহিলা। রক্তাক্ত হয় ২ গ্যাংয়ের ২ সদস্য। এরপর পুলিশ অবস্থা আয়ত্তে আনলেও ৩ জনের মৃত্যু হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় আতঙ্কের ছায়া নেমে আসে।