এক মধ্যবয়সী মহিলার বুকে সজোরে লাথি মারার অভিযোগ উঠল এক টিআরএস নেতার বিরুদ্ধে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যদিও ভিডিওতে এটাও পরিস্কার যে ওই মহিলা প্রথমে ওই স্থানীয় নেতাকে চটি দিয়ে আঘাত করেন। তারপরই মেজাজ হারিয়ে আচমকা মহিলার বুকে সজোরে লাথি মারেন আইমাদি গোপী নামে তেলেঙ্গানার নিজামাবাদ জেলার ইন্দালওয়াই গ্রামের ওই টিআরএস নেতা। ইতিমধ্যেই ওই নেতার বিরুদ্ধে পুলিশে একগুচ্ছ ধারায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। পাল্টা ওই মহিলার বিরুদ্ধেও জোর করে তাঁর সম্পত্তির দখল নেওয়ার চেষ্টার অভিযোগ দায়ের করেছেন ওই নেতা।
ঘটনার সূত্রপাত একটি জমি বিবাদকে কেন্দ্র করে। অভিযোগ তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির ওই নেতার কাছ থেকে ওই মহিলার পরিবার ৩৩ লক্ষ টাকার বিনিময়ে একটি জমি কিনেছিলেন কয়েক মাস আগে। কিন্তু এতদিন কেটে গেলেও সেই জমি তাঁদের হাতে তুলে দেওয়া নিয়ে গড়িমসি করছিলেন ওই নেতা। আরও বেশি টাকা না দিলে ওই জমি তিনি দিতে চাইছিলেননা বলে অভিযোগ। এদিকে টাকা দিয়ে চুক্তি করা ওই জমির দখল না পেয়ে গত রবিবার গোপীর বাড়ির সামনে হাজির হন ওই মহিলা ও তাঁর আত্মীয়েরা। ওই নেতার সঙ্গে বচসা শুরু হয়। লোক জমে যায়। অনেকে ছবিও তুলছিলেন ওই ঝগড়ার। এই সময়ে পায়ের চটি খুলে গোপীকে একবার কষে মারেন ওই মহিলা। এটা মেনে নিতে পারেননি গোপী। সজোরে লাথি চালিয়ে দেন ওই মহিলার বুকে। ছিটকে পড়েন ওই মহিলা। এদিকে পাশের এক যুবক গোপীকেও ধাক্কা মেরে ফেলে দেন। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। ক্ষমতাসীন টিআরএসের এক নেতার এমন আচরণে রাজ্য জুড়ে হৈচৈ পড়ে গেছে।