গত রবিবার রাতে মুম্বইয়ের আন্ধেরির একটি রেস্তোরাঁয় তাঁর বন্ধুর সঙ্গে খেতে গিয়েছিলেন ২০ বছরের তরুণী সাবা শেখ। রেস্তোরাঁয় তাঁরা খাবার অর্ডার দেন। সেই খাবার যখন ওয়েটার সার্ভ করছেন তখন সাবার বন্ধু তাঁকে সস আনতে বলেন। ওয়েটার শওকত রশিদ জানান সস কাউন্টারের কাছে রাখা আছে। ওটা তিনি আনতে পারবেনা। লাগলে গ্রাহককেই নিয়ে আসতে হবে। এতে রেগে যান ওই তরুণ। শুরু হয় ওয়েটারের সঙ্গে ঝগড়া। কেন তিনি গ্রাহক সস চাইলে এনে দেবেননা তার কৈফিয়ত চান সাবার সঙ্গে থাকা তরুণ।
অভিযোগ এভাবে ঝগড়া চলতে চলতে একসময়ে ওয়েটারকে কষিয়ে চড় মারেন ওই ব্যক্তি। পাল্টা ওয়েটারও তাঁকে হাতে থাকা জগ দিয়ে মারেন। এতে ২ জনের হাতাহাতি লেগে যায়। হাতাহাতি সামলাতে এগিয়ে যান সাবা শেখ। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানাচ্ছে, এই সময়ে ওয়েটার সাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। সাবা ছিটকে গিয়ে পড়েন মেঝেতে। তাঁর মাথায় আঘাত লাগে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত ওয়েটারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।