টানা ২ দিন ধরে চলছে নাগাড়ে বৃষ্টি। যার জেরে কাশ্মীরের বিভিন্ন জায়গা ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে। ক্রমশ বাড়ছে জলস্তর। ঝিলম নদী কয়েক জায়গায় বিপদসীমার ওপর দিয়ে বইছে। দক্ষিণ কাশ্মীরের সঙ্গমে জলস্তর ভয়ংকর চেহারা নিয়েছে। শ্রীনগরের অনেক জায়গা জলের তলায়। অনন্তনাগের অবস্থাও শোচনীয়। কাশ্মীরে বন্যা সতর্কতা ইতিমধ্যেই জারি হয়েছে। বর্ষা ও তারসঙ্গে তাল মিলিয়ে ঝিলম সহ কাশ্মীরের বিভিন্ন ছোট, বড় নদীর জলস্তরের দিকে কড়া নজর রাখছে প্রশাসন। অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। নিচু এলাকার বাসিন্দাদের বাড়ি ছেড়ে কোনও ত্রাণ শিবিরে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। দারহালি নদীর জলে ইতিমধ্যেই আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজৌরিতে। কুলগাম ও সোপিয়ানের অবস্থাও শোচনীয়।
প্রবল বৃষ্টিতে নাজেহাল হিমাচল প্রদেশও। ইতিমধ্যেই পাহাড়ি এলাকাগুলোতে ধস নামতে শুরু করেছে। ধসের জেরে বন্ধ হয়ে গেছে লে-মানালি জাতীয় সড়ক। এদিকে বৃষ্টি থামার নাম নিচ্ছেনা। ফলে হিমাচলের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। হাওয়া অফিস আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সতর্ক রয়েছে প্রশাসন।