কয়েকদিন ধরেই নাকি ওই এলাকায় দেখা যাচ্ছিল তাদের। ছোট ছোট ৪-৫ জনের দল গড়ে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চাইছিল। ফলে একটা সন্দেহ মনের কোণায় দানা বাঁধছিল হয়তো। মহারাষ্ট্রের ধুলে জেলার রায়পাড়া গ্রামে গত রবিবার তাদের একটি বাজার এলাকায় ভিক্ষা করতে দেখা যায়। এদিকে গ্রামে রটে যায় এলাকায় ছেলেধরাদের একটা দল ঘুরছে। ফলে সন্দেহ গিয়ে পড়ে ওই ৫ জনের দলের ওপর। যারা বাজারে ভিক্ষা করছিল।
গ্রামবাসীদের একাংশ তাদের ধরে টানতে টানতে পঞ্চায়েত অফিসে নিয়ে গিয়ে মারতে শুরু করে। কার্যত গণপিটুনির শিকার হয় ওই ৫ জন। তাদের ওপর ততক্ষণ অত্যাচার চলে যতক্ষণ না তাদের মৃত্যু হয়। পরে জনতার মারে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। কিন্তু এখনও পরিস্কার নয় তারা আদৌ ছেলেধরাই ছিল কিনা। নাকি নিছক রটনার জেরে প্রাণ দিতে হল ৫ জনকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বেশ কয়েকজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।