গত বৃহস্পতিবার বিকেল প্রায় তখন সাড়ে ৫টা। মুম্বইয়ের জুহু সমুদ্র সৈকতে হাজির হন আন্ধেরির ডিএন নগর এলাকার বাসিন্দা ২ যুবক ও ৩ কিশোর। সমুদ্রে তখন জোয়ার। তার ওপর ভরা বর্ষায় সমুদ্র এখন বেশ উত্তাল। এরমধ্যেই এই ৫ জন সমুদ্রে স্নান করতে নামেন। আচমকা একটা বিশাল ঢেউ এসে পড়ায় টাল সামলাতে পারেননি তাঁরা। ঢেউয়ের টানে তাঁরা সমুদ্রে হারিয়ে যান।
শুরু হয় খোঁজ। তবে সন্ধে নেমে যাওয়ার পর উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। শুক্রবার আলো ফোটার পর থেকেই উদ্ধারকাজে নামে বায়ু সেনার হেলিকপ্টার ও উপকূলরক্ষী বাহিনীর জাহাজ। সমুদ্র উত্তাল হলেও কিছুটা ঝুঁকি নিয়েই নামানো হয় ডুবুরি। সকালে তল্লাশি চালিয়ে ৩টি দেহ উদ্ধার হয়। ১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু ১ জনের এখনও কোনও খোঁজ নেই। জুহুর সমুদ্র তোলপাড় করেও তাঁর খোঁজ মেলেনি। তবে চেষ্টা জারি রয়েছে।