ভগবান রাম এলেও ভারতে ধর্ষণ বন্ধ করতে পারবেননা। কারণ এটা একটা সামাজিক দূষণ। যা সামাজিক দৃষ্টিভঙ্গি বদলেই পরিবর্তন করা সম্ভব। এটা সংবিধানের দ্বারা হওয়ার নয়। উন্নাও গণধর্ষণ নিয়ে মন্তব্য করতে গিয়ে এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র নারায়ণ সিং। বিধায়কের এমন বক্তব্য সামনে আসার পরই দেশ জুড়ে ধিক্কার শুরু হয়েছে। প্রশ্ন উঠছে যদি একজন বিধায়ক এমন কথা বলেন তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? মহিলারা সুরক্ষিত বোধ করবেন কী করে?
দলীয় বিধায়কের এমন মন্তব্যের পর যথেষ্ট চাপের মুখে পড়েছে পদ্মশিবির। তবে এমন ঘটনা নতুন নয়। দলের নেতামন্ত্রীদের আলটপকা মন্তব্যে বারবার সমস্যায় পড়তে হয়েছে বিজেপিকে। এখন প্রশ্ন উঠছে ধর্ষণ নিয়ে এমন মন্তব্য করার পরও কী দলীয় বিধায়কের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ? এ প্রশ্ন কিন্তু উঠছে। অনেকে আবার এমনও বলছেন যে বেলাগাম মন্তব্য করতে খোদ যোগী আদিত্যনাথকেও সাংসদ থাকাকালীন দেখা গিয়েছিল। সেখানে তিনি কী আদৌও তাঁর দলের বিধায়কের ধর্ষণ সংক্রান্ত মন্তব্যকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন? নাকি শুনেও না শোনার মত বিষয়টিকে এড়িয়ে যাবেন!